Here you will find the Poem Sondha Hoy-Charidike shanto nirobota \ সন্ধ্যা হয় - চ্ছারিদিকে শান্ত নিরবতা of poet Jibanananda Das
সন্ধ্যা হয় - চ্ছারিদিকে শান্ত নিরবতা খড় মুখে নিয়ে এক সালিখ জেতেছে উড়ে চুপে ; গরুর গারিতা যায় মেত পথ বেয়ে ধীরে ধীরে ; আগিনে ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে ; পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে জিজলের বনে ; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে ; পৃথিবীর সব প্রেম আমাদের দু 'জনার মনে ; আকাশ ছড়ায়ে আছে সান্তি হয়ে আকাশে-আকাশে ।
Sondha hoy-charidike shanto nirobota; Khor mukhe niye ek shalik zeteche ure chupe; Gorur gariti zay metho poth beye dheere dheere; Angina voriyaa ache sonali khorer ghono stupe; Prithibir sob ghughu dakiteche hizoler bone; Prithibir sob rup lege ache ghaase; Prithibir sob prem amader du'jonar mone; Akash choraye ache shanti shanti hoye akashe akashe.