Here you will find the Poem ekti nokkhotro \ একটি নক্ষত্র আসে of poet Jibanananda Das
একটি নক্ষত্র আসে; তারপর একা পায়ে চ'লে ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারাভরা রাতে সে আসবে মনে হয়; - আমার দুয়ার অন্ধকারে কখন খুলেছে তার সপ্রতিভ হাতে! হঠাৎ কখন সন্ধ্যা মেয়েটির হাতের আঘাতে সকল সমুদ্র সূর্য সত্বর তাকে ঘুম পাড়িয়ে রাত্রি হতে পারে সে এসে এগিয়ে দেয়; শিয়রে আকাশ দূর দিকে উজ্জ্বল ও নিরুজ্জ্বল নক্ষত্র গ্রহের আলোড়নে অঘ্রানের রাত্রি হয়; এ-রকম হিরন্ময় রাত্রি ইতিহাস ছাড়া আর কিছু রেখেছে কি মনে। শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ, কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ; চারিদিকে ঘর বাড়ি পোড়ো-সাঁকো সমাধির ভিড়; সে অনেক ক্লান্তি ক্ষয় অবিনশ্বর পথে ফিরে যেন ঢের মহাসাগরের থেকে এসেছে নারীর পুরোনো হৃদয় নব নিবিড় শরীরে।
ekti nokkhotro ashe; tarpor eka paye chole jhauyer kinar gheshe hemonter taravora rate she ashbe mone hoy; - amar duyar ondhokare kokhon khuleche tar shoprotiv hate! hothat kokhon shondha meyetir hater aghate shokol shomudro shurjo shottor take ghum pariye ratri hote pare she eshe egiye dey; shiyore akash dur dike ujjol o nirujjol nokkhotro groher alorone aghraner ratri hoy; a-rokom hironmoy ratri itihash chara ar kichu rekheche ki mone. shes tram muche geche, shes shobdo, kolkata ekhon jiboner jogoter prokritir ontim nishith; charidike ghor bari poro-shako shomadhir vir; she onek klanti kkhoy obinosshor pothe fire jeno dher mohashagorer theke esheche narir purono hridoy nobo nibir shorire.