Here you will find the Poem kartik- agrayon 1946 \ কার্তিক-অঘ্রান ১৯৪৬ of poet Jibanananda Das
পাহাড়, আকাশ, জল, অনন্ত প্রান্তরে : সৃজনের কী ভীষণ উৎস থেকে জেগে কেমন নীরব হ'য়ে র'য়েছে আবেগে; যেন বজ্রবাতাসের ঝড় ছবির ভিতরে স্থির-ছবির ভিতরে আরো স্থির । কোথাও উজ্জ্বল সূর্য আসে; জ্যোতিস্কেরা জ্ব'লে ওঠে সপ্রতিভ রাতে আদি ধাতু আনাদির ধাতুর আঘাতে নারীশিক্ষা হ'ত যদি পুরুষের পাশে : আকাশ প্রান্তর নীল পাহাড়ের মত নক্ষত্র সূর্যের মত বিশ্ব-অন্তর্লীন উজ্জ্বল শান্তির মত আমাদের রাত্রি আর দিন হবে নাকি ব্রহ্মাণ্ডের লীন কারুকার্যে পরিনত ।
pahar, akash, jol,ononto prantor: srijoner ki vison utso theke jege kemon nirob hoye royeche abeg e; jeno bojro batash er jhor chobir vitore sthir. kothao ujjol surjo ase; jotiskera jole uthe sprotiv rate adi dhatu onadir dhatur aghate nari sikkha hoto jodi puruser pase: akash prantor neel paharer moto nokhotro surjer moto bisso - ontolirn ujjol santir moto amader ratri ar din hobe naki brokhander leen karukarje porinoto.