Here you will find the Long Poem Mrittur age \ মৃত্যুর আগে of poet Jibanananda Das
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার; কবেকার পাড়াগাঁর মেয়েদের মত যেন হায় তারা সব; আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভ'রে গেছে; যে-মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ-কোনো সাধ নাই তার ফসলের তরে; আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত-রাত্রিটিরে ভালো, খড়ের চালের 'পরে শুনিয়াছি মধ্যরাতে ডানার সঞ্চার; পুরানো পেঁচার ঘ্রাণ,-অন্ধকারে আবার সে কোথায় হারালো। বুঝেছি শীতের রাত অপরূপ,-মাঠে-মাঠে ডানা ভাসাবার গভীর আহ্লাদে ভরা; অশ্বত্থের ডালে-ডালে ডাকিয়াছে বক; আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক; আমরা দেখেছি যারা বুনোহাঁস শিকারীর গুলির আঘাত এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে, আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের 'পরে হাত, সন্ধ্যার কাকের মত আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা যারা ঘরে; শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ, আমরা পেয়েছি যারা ঘুরে-ফিরে ইহাদের চিহ্ন বারো-মাস; দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ, হিজলের জানালায় আলো আর বুল্বুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মত রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু'বেলা নির্জন মাছের চোখে;-পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ-মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে; মিনারের মত মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে, বেতের লতার নিচে চড়ুয়ের ডিম যেন নীল হয়ে আছে, নরম জলের গন্ধ দিয়ে নদী বার-বার তীরটিকে মাখে, খড়ের চালের ছায়া গাঢ় রাতে জ্যোৎস্নার উঠানে পড়িয়াছে; বাতাসে ঝিঁঝিঁর গন্ধ-বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে; নীলাভ নোনার বুকে ঘন রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে; আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল-লাল ফল প'ড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে; যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল; পথে-পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর 'পরে; আমরা দেখিয়াছি যারা সুপুরির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মত সবুজ সহজ; আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা ক'য়ে গেছে, আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরো এক আলো আছেঃ দেহে তার বিকালবেলার ধূসরতা, চোখের-দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির; পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর; আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর? জানি না কি আহা, সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মত এসে জাগে ধূসর মৃত্যুর মুখ;-একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল-সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায়; যেন কোন্ মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চাই আর? ...রৌদ্র নিভে গেলে পাখি-পাখালীর ডাক শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক।
aamra hetechi zara nirjon khorer mathe poush sondhay dekhechi mather pare norom nodeer naree chorateche ful kuyashar; kobekar paragar meyeder moto zeno hay tara sob; amra dekhechi zara ondhokare akondo dhundul jonakite vo're geche; ze-mathe fosol nai tahar shiyore chupe darayeche chad-kono sadh nai tar fosoler tore; amra besechi zara ondhokare deergho sheet-ratritire valo, khorer caler 'pore shuniyachi moddhorate danar sonchar; purano pechar ghran,-ondhokare abar se kothay haralo. bujhechi sheeter rat oporup,-mathe-mathe dana vasabar goveer ahlade vora; ossother dale-dale dakiyache bok; amra bujhechi zara jeeboner ei sob nivrito kuhok; amra dekhechi zara bunohash shikareer gulir aghat eraye uriya zay digonter nomro neel jotsnar vitore, amora rekhechi zara valobeshe dhaner ghuccher 'pore hat, sondhar kaker moto akankhay amara firechi zara zara ghore; shishur mukher gondho, ghash, rod, machranga,nokkhotro, akash, amra peyechi zara ghure fire ehader cinho baro-mash; dekhechi sobuj pata oghraner ondhokare hoyeche holud, hijoler janalay alo aar bulbuli koriyache khela, edur sheeter ratee reshomer moto rome makhiyache khud, caler dhusor gondhe torongera rup hoye jhoreche du'bela nirjon macher cokhe;-pukurer pare hash sondhar adhare peyeche ghumer ghran-meyeli hater sporso loye geche tare; minarer moto megh sonali ciler tar janalay dake, beter lotar niche coruyer dim zeno neel hoye ache, norom joler gondho diye nodee bar-bar teertike makhe, khorer caler chaya garo rate jotsnar uthane poriyache; batase jhijhir gondho-boishakher prantorer sobuj batase; neelav nonar vuke ghono rosh garo akhankhay neme ase; amra dekhechi zara nibir boter nice lal-lal fol po're ache; nirjon mather vir mukh dekhe nodeer vitore; zoto neel akashera roye geche khuje fere aro neel akasher tol; pothe-pothe dekhiyachi mridu cokh chaya fele prithibir 'pore; amra dekhiyachi zara supurir sari beye sondha ase roj, protidin vor ase dhaner guccher moto sobuj sohoj; amra bujhechi zara bohudin mas rritu shes hole por prithibir sei konna kache ese ondhokare nodeeder kotha ko'ye geche, amora bujhechi zara poth ghat mather vitor aro ek alo ache: dehe tar bikalbelar dhusorota, cokher-dekhar hat chere diye sei alo hoye ache sthir; prithibir konkabotee vese giye seikhane pay mlan dhuper shoreer; amra mrittur age ki bujhite cai ar? jani na ki aaha, sob ranga kamonar shiyore ze deyaler moto ese jage dhusor mrittur mukh;- ekdin prithibeete sobpno chilo-sona chilo zaha