Jibanananda Das

English      Bengali

Here you will find the Poem Piramid \ পিরামিড of poet Jibanananda Das

পিরামিড

-বেলা ব'য়ে যায়।
  গোধূলির মেঘ-সীমানায়
       ধুম্র মনৌ সাঁঝে
নিত্য নব দিবসের মৃত্যূঘণ্টা ব্যাজে
শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্মবহ্ন জ্বলে;
       পান্থ ম্লান চিতার কবলে
একে একে ডুবে যাই দেশ, জাতি, সংসার, সমাজ;
কার লাগি হে সমাধি তুমি একা ব'সে আছো আজ
           কী এক বিক্ষুব্ধ প্রেতকায়ার মতন।
অতীতের শোভাযাত্রা কোথায় কখন
             চকিতে মিলিয়ে গেছে-পাও নাই টের;
কোন দিবা অবসানে গৌরবের লক্ষ মুসাফের
দেউটি নিভায়ে গেছে,-চ'লে গেছে প্রিয়া,
যুগান্তের মণিময় গেহবাস ছাড়ি
চকিতে চলিয়া গেছে বাসনা-পসারী
কবে কোন্ বেলা শেষে হায়
দূর অস্তশেখেরের গায়।
মরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী,
তোরনে আসেনি তব লক্ষ-লক্ষ মরণ-সন্ধানী
অশ্রু-ছলছল চোখে,-পাণ্ডর বদনে;
কৃষ্ণ যবনিকা কবে ফেলে তারা গেল দূর দ্বারে বাতায়নে
জান নাই তুমি
জানে না ত মিশরের মূক মরুভূমি
তাদের সন্ধান।
হে নির্বাক পিরামিড্-অতীতের স্তব্ধ প্রেত-প্রাণ,
অবিচল স্মৃতির মন্দির;
আকাশের পানে চেয়ে আজো তুমি ব'সে আছো স্থির।
নিষ্পলক যুগ্মভুরু তুলে
চেয়ে আছো অনাগত উদধির কূলে
মেঘ-রক্ত ময়ূখের পানে,
জ্বলিয়া যেতেছে নিত্য নিশি-অবসানে
নূতন ভাস্কর;
বেজে ওঠে অনা মোম্ননের স্বর
নবোদিত অরুণের সনে
কোন্ আশা-দুরাশার ক্ষণস্থায়ী অঙুলি-তাড়নে।
-পিরামিড্-পাষানণের মর্ম ঘেরি নেচে যায় দু'দণ্ডের 
রুধির-ফোয়ারা-
কী এক প্রগল্ভ উষ্ণ উল্লাসের সাড়া।
থেমে যায় পান্থবীণা মুহূর্তে কখন,
শতাব্ধীর বিরহীর মন
নিটল নিথর
সন্তরি ফিরিয়া মরে গগনের রক্ত পীত সাগরের পর।
বালুকার স্ফীত পারাবারে
লোল মৃগতৃষ্ণিকার দ্বারে
মিশরের অপহ্নত অন্তরের লাগি,
মৌন ভিক্ষা মাগি'।
খুলে যাবে কবে রুদ্ধ মায়ার দুয়ার।
মুখরিত প্রাণের সঞ্চার
ধ্বনিত হইবে কবে কলহীন নীলার বেলায়-
বিচ্ছেদের নিশি জেগে আজো তাই ব'সে আছে পিরামিড্ হায়।
কত আগন্তুক-কাল,-অতিথি-সভ্যতা
তোমার দুয়ারে এসে ক'য়ে যায় অসংবৃত অন্তরের কথা,
ভুলে যায় উচ্ছৃঙ্খল রুদ্র কোলাহল;
-তুমি রহ নিরুত্তর,-নির্বেদী,-নিশ্চল।
মৌন, অন্যমনা;
-প্রিয়ার বক্ষের পরে বসি একা নীরবে করিছ তুমি শবের সাধনা-
হে প্রেমিক-স্বতন্ত্র স্বরাট্।
-কবে সুপ্ত উৎসবের স্তব্ধ ভাঙা হাট
উঠিবে জাগিয়া,
সম্মিত নয়ন তুলি' কবে তব প্রিয়া
আঁকিবে চুম্বন তব স্বেদ-কৃষ্ণ পাণ্ডু চূর্ণ, ব্যথিত কপোলে।
মিশর-অলিন্দে কবে গরিমার দীপ যাবে জ্ব'লে';
ব'সে আছো অশ্রুহীন স্পন্দহীন তাই,
-ওলটি' পালটি' যুগ-যুগান্তের শ্মশানের ছাই
জাগিয়া রয়েছে তব প্রেত-আঁখি,-প্রেমের প্রহরা।
-মোদের জীবনে যবে জাগে পাতা-ঝরা
হেমন্তের বিদায়-কুহেলি,
অরুন্তুদ আঁখি মেলি'
গড়ি মোরা স্মৃতির শ্মশান
দুদিনের তরে শুধু,-নবোৎফুল্লা মাধবীর গান
মোদের ভুলায়ে নেয় বিচিত্র আকাশে
নিমেষে চকিতে;
-অতীতের হিমগর্ভ কবরের পাশে
ভুলে যাই দুই ফোঁটা অশ্রু ঢেলে দিতে।
 

Piramid

Bela boye zay!
Godhulir megh seemanay
Dhumro mouno sajhe
Nitto nobo dibosher mrittughonta baje,
Shotabdir sobdeh shosaner vossobonni jole;
Pantho mlan citar kobole
Eke eke dube zay desh, jati, songsar, somaj;
Kar lagi he somadhi tumi eka bose acho aaj
Kee ek bikkhubdho pretkayar moton!
Oteeter shovazatra kothay kokhon
Cokite milaye geche-pao nai ter;
Kon diba obosane gourober lokkho musafer
Deuti nivaye geche, cole geche deul tajiya,
Chole geche priyotom, chole geche priya, 

Zuganter monimoy gehobas chari
Cokite coliya geche basona posaree

Kobe kon bela sheshe hay
Dur ostoshekhorer gay.

Tomare zayni tara shes ovinondoner orgho somorpiya; 

Sajher neeharneel somudro mothiya

Morome posheni tobo tahader bidayer bane,
Torone aseni tobo lokkho lokkho moron sondhanee

Osru cholchol cokhe pandur bodone
Krisno zabonika kobe fele tara gelo dur dare batayone

Jano nai tumi

Jane na to mishorer muk moruvumi
Tader sondhan

He nirbak pyramid, oteeter stobdho preto pran

Obicol smritir mondir

Akasher pane ceye ajo tumi bose acho sthir

Nispolok zugnovuru tule

Ceye acho onagoto udhorir krile

Megh rokto moyukher pane
Joliya zeteche nitto nishi obosahe

Nuton vaskor;

Beje othe onahoto memnoner sor

Nobodito oruner sone

Kon asa durashar khonosthayee onguli tarone!
Pyramid pasaner mormo gheri neche zay dudonder
Rudhir foyara

Kee ek progolvo usno ullasher sara!

Theme zay panthodeena muhurte kokhon