Here you will find the Poem buno has \ বুনো হাঁস of poet Jibanananda Das
পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে- জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার; এক-দুই-তিন- চার-অজস্র-অপার- রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া এঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে-ছুটিতেছে তারা। তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের ঘ্রাণ-দু-একটা কল্পনার হাঁস; মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ; উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব — পৃথিবীর সব ধ্বনি সব রঙ মুছে গেল পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর ।
pecar dhusor pakha ure jay nokkhotrer pane- jola math chere diye cader ahobane buno has pakha mele-shai shai shobdo shuni tar; ek-dui-tin-car-ojosro opar- ratrir kinar diye tahader khipro dana jhara enjiner moto shobde;chutiteche-chutiteche tara. tarporpore thake nokkhotrer bishal akash, haser gayer ghran-du-ekta kolponar has; mone pore kobekar paragar orunima sannaler mukh; uruk uruk tara pousher josnay nirobe uruk kolponar has sob-prithibir sob dhoni sob rong muche gelo por uruk uruk tara hridoyer shobdohin josnar vitor.