Here you will find the Poem ekti kobita \ একটি কবিতা of poet Jibanananda Das
পৃথিবী প্রবীণ আরো হয়ে যায় মিরুজিন নদীটির তীরে; বিবর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে। ও প্রাসাদে কারা থাকে? -- কেউ নেই -- সোনালি আগুন চুপে জলের শরীরে নড়িতেছে -- জ্বলিতেছে -- মায়াবীর মতো জাদুবলে। সে আগুন জ্বলে যায় -- দহেনাকো কিছু। সে আগুন জ্বলে যায় সে আগুন জ্বলে যায় সে আগুন জ্বলে যায় -- দহে নাকো কিছু। নিমীল আগুনে অই আমার হৃদয় মৃত এক সারসের মতো। পৃথিবীর রাজহাঁস নয় -- নিবিড় নক্ষত্র থেকে যেন সমাগত সন্ধ্যার নদীর জলে একভিড় হাঁস অই -- একা; এখানে পেল না কিছু; করুণ পাখায় তাই তারা চলে যায় শাদা, নিঃসহায়। মূল সারসের সাথে হল মুখ দেখা। ২ রাত্রির সংকেতে নদী যতদূর ভেসে যায় -- আপনার অভিজ্ঞান নিয়ে আমারো নৌকার বাতি জ্বলে; মনে হয় এইখানে লোকশ্রুত আমলকী পেয়ে গেছি আমার নিবিষ্ট করতলে, সব কেরোসিন-অগ্নি মরে গেছে; জলের ভিতরে আভা দ'হে যায় মায়াবীর মতো জাদুবলে। পৃথিবীর সৈনিকেরা ঘুমায়েছে বিম্বিসার রাজার ইঙ্গিতে ঢের দূর ভূমিকার পর; সত্য সারাৎসার মূর্তি সোনার বৃষের 'পরে ছুটে সারাদিন হয়ে গেছে এখন পাথর; যে সব যাবারা সিংহীগর্ভ জ'ন্মে পেয়েছিলো কৌটিল্যের সংযম তারাও মরেছে -- আপামর। যেন সব নিশিডাকে চলে গেছে নগরীতে শূন্য করে দিয়ে -- সব ক্কাথ বাথরুমে ফেলে; গভীর নিসর্গ সাড়া দিয়ে শ্রুতি বিস্মৃতির নিস্তব্ধতা ভেঙে দিতো তবু একটি মানুষ কাছে পেলে; যে-মুকুর পারদের ব্যবহার জানে শুধু, যে দীপ প্যারাফিন, বাটা মাছ ভাজে যেই তেলে, সম্রাটের সৈনিকেরা যে-সব লাবণি লবণরাশি খাবে জেগে উঠে, অমায়িক কুটুম্বিনী জানে -- তবুও মানুষ তার বিছানায় মাঝরাতে নৃমুণ্ডেরহেঁইয়ালিকে আঘাত করিবে কোন্খানে? হয়তো নিসর্গ এসে একদিন বলে দেবে কোনো এক সম্রাজ্ঞীকে জলের ভিতর এই অগ্নির মানে।
prithibi probin aro hoye jay mirujin noditir tire; biborno prashad tar chaya fele jole. o prashade kara thake? -- keu nei -- shonali agun chupe joler shorire noriteche -- joliteche -- mayabir moto jadubole. she agun jole jay -- dohenako kichu. she agun jole jay she agun jole jay she agun jole jay -- dohe nako kichu. nimil agune oi amar hridoy mrito ek sharosher moto. prithibir rajhash noy -- nibir nokkhotro theke jeno shomagoto shonday nodir jole ekvir hash oi -- eka; ekhane pelo na kichu; korun pakhay tai tara chole jay shada, nisshohay. mul sharosher shathe holo mukh dekha. 2 ratrir shongket nodi jotodur veshe jay -- apnar oviggan niye amaro noukar bati jole; mone hoy eikhane lokosrot amloki peye gechi amar nibishto korotole, shob kerosine-ogni more geche; joler vitore ava dohe jay mayabir moto jadubole. prithibir shoinikera ghumayeche bimbishar rajar inggite dher dur vumikar por; shotto sharatshar murti shonar brisher pore chute sharadin hoye geche ekhon pathor; je shob jabara shinghigorvo jonme peyechilo koutiller shongjom tarau moreche -- apamor. jeno shob nishidake chole geche nogorite shunno kore diye -- shob kkath bathroom a fele; govir nishorgo shara diye shruti bisritir nistobdhota venge dito tobu ekti manush kache pele; je-mukur paroder bebohar jane shudhu, je dip perafin, bata mach vaje jei tele, shomrater shoinikera je-shob laboni lobonrashi khabe jege uthe, omayik kutumbini jane -- tobuo manush tar bichanay majhrate nrimunderheiiyalike aghat koribe konkhane? hoyto nishorgo eshe ekdin bole debe kono ek shomraggike joler vitor ei ognir mane.