Here you will find the Poem pakhira \ পাখিরা of poet Jibanananda Das
ঘুমে চোখ চায় না জড়াতে ,- বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি;- এখন সে কত রাত ! ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার উপর , আকাশে পাখিরা কথা কয় পরস্পর । তারপর চ’লে যায় কোথায় আকাশে ? তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে ! শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে, চোখ আর চায় না ঘুমাতে; জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে , সাগরের জলের বাতাসে আমার হৃদয় সুস্থ হয় ; সবাই ঘুমায়ে আছে সব দিকে,- সমুদ্রের এই ধারে কাহাদের নোঙরের হয়েছে সময় ? সাগরের ওই পারে –আরো দূর পারে কোনো এক মেরুর পাহাড়ে এইসব পাখি ছিল; ব্লিজারডের তাড়া খেয়ে দলে দলে সমুদ্রের’পর নেমেছিল তারা তারপর,- মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে ! বাদামি- সোনালি- শাদা- ফুটফুট ডানার ভিতরে রবারের বলের মতন ছোটো বুকে তাদের জীবন ছিল,- যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধ’রে সমুদ্রের মুখে তেমন অতল সত্য হয়ে ! কোথাও জীবন আছে, জীবনের স্বাদ রহিয়াছে, কোথাও নদীর জল রয়ে গেছে- সাগরের তিতা ফেনা নয়; খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়াছে ;- কোথাও রয়েছে প’ড়ে শীত পিছে, আশ্বাসের কাছে তারা আসিয়াছে। তারপর চ’লে যায় কোন এক ক্ষেতে তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে সে কি কথা কয়? তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময় ! অনেক লবণ ঘেঁটে সমুদ্রের পাওয়া গেছে এ মাটির ঘ্রাণ , ভালোবাসা আর ভালোবাসার সন্তান , আর সেই নীড় , এই স্বাদ – গভীর- গভীর । আজ এই বসন্তের রাতে ঘুমে চোখ চায় না জড়াতে ; ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার উপর , আকাশে পাখিরা কথা কয় পরস্পর ।
ghume cokh cay na jorate,- bosonter rate bichanay shuye achi;- ekhon se koto rat! oi dike shona jay somudrer sor skylight mathar upor, akashe pakhira kotha koy porospor. tarpor cole jay kothay akashe? tader danar ghran caridike vase! shorire eseche sad bosonter rate, cokh ar cay na ghumate; janalar theke oi nokkhotrer alo neme ase, sagorer joler batase amar hridoy sustho hoy; sobai ghumaye ache sob dike,- somudrer ei dhare kahader nongorer hoyeche somoy? sagorer oi pare - aro dur pare kono ek merer pahare eisob pakhi chilo; blizerder tara kheye dole dole somudrer'por nemechilo tara tarpor,- manush jemon tar mrittur oggane neme pore! badami-sonali-shada-futfut danar vitore robarer boler moton choto buke tader jibon chilo,- jemon royeche mrittu lokkho lokkho mail dhore somudrer mukhe temon otol sotto hoye! kothao jibon ache,jiboner sad rohiyache, kothao nodir jol roye geche-sagorer tita fena noy; khelar boler moto tader hridoy ei janiyache;- kothao royeche pore shit piche,asshases kache tara asiyache. tarpor cole jay kono ek khete tahar priyer sathe akasher pothe jete jete se ki kotha koy? tader prothom dim jonmibar eseche somoy! onek lobon ghete somudrer pawa geche e matir ghran, valobasa ar valobasar sontan, ar sei nir, ei sad-govir-govir. aj ei bosonter rate ghume cokh cay na jorate; oi dike shona jay somudrer sor skylight mathar upor, akashe pakhira kotha koy porospor.