Here you will find the Poem Asha \ আশা of poet Kazi Nazrul Islam
হয়ত তোমার পাব’ দেখা, যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।। ঐ সুদূরের গাঁয়ের মাঠে, আ’লের পথে বিজন ঘাটে; হয়ত এসে মুচকি হেসে ধ’রবে আমার হাতটি একা।। ঐ নীলের ঐ গহন-পারে ঘোম্টা-হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দূতী দিক্পারের ঐ দখিনা হাওয়া।। বনের ফাঁকে দুষ্টু তুমি আসে- যাবে নয়্না চুমি’ সেই সে কথা লিখছে হেতা দিগ্বলয়ের অরুণ-লেখা।
Hoy to tomar pabo dakha, Jakhane oi noto akash chumsa boner sobuj rakha.. Oi sudurer gayer matha Aler potha, bijon ghata; Hoyto asa chumki hese Dhorba amar hatti aka.. Oi niler oi gonon-pare ghomta-hara tomar chaoya, Anla khobor gopon-duti dik parer oi dokhin hayya.. Boner fake dustu tumi Asta jabe noyna chumi Sai sha kotha liksha hetha Dipboloyer orun-lekha..