Kazi Nazrul Islam

English      Bengali

Here you will find the Poem Chadniratey \ চাঁদনীরাতে of poet Kazi Nazrul Islam

চাঁদনীরাতে

কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙ্গে, 
হাবুডুবু খায় তারা- বুদ্বুদ, জোছনা সোনায় রাঙ্গে। 
তৃতীয়া চাঁদের 'শাম্পানে' চড়ি' চলিছে আকাশ- প্রিয়া, 
আকাশ- দরিয়া উতলা হল গো পুতলায় বুকে নিয়া। 
তৃতীয়া চাঁদের বাকী 'তের কলা' আবছা কালোতে আঁকা, 
নীলিম প্রিয়ার নীলা 'গুল রুখ' অব- গুন্ঠনে ঢাকা। 
সপ্তর্ষির তারা পালঙ্কে ঘুমায় আকাশ- রাণী, 
সেহেলী 'লায়লী' দিয়ে গেছে চূপে কুহেলী- মশারি টানি'। 
দিক- চক্রের ছায়া- ঘন ঐ সবুজ তরুর সারি, 
নীহার- নেটের কুয়াসগা- মশারি- ও কি বর্ডার তারি? 
সাতাশ তারার ফুল তোড়া হাতে আকাশ নিশুতি রাতে 
গোপনে আসিয়া তারা পালঙ্কে শুইল প্রিয়ার সাথে। 
উহু উহু করি কাঁচা ঘুম ভেঙ্গে জেগে ওঠে নীলা হুরী, 
লুকিয়ে দেখে তা 'চোখ গেল' ব'লে চেচাঁইয় পাপিয়া ছুঁড়ি! 
'মঙ্গল' তারা মঙ্গল- দীপ জ্বালিয়া প্রহর জাগে, 
ঝিকিমিকি করে মাঝে মাঝে- বুঝি বধুঁর নিশাস লাগে। 
উল্কা- জ্বালায় সন্ধানী- আলো লইয়া আকাশ- দ্বারী 
'কাল-পুরুষ' সে জাগি' বিনিদ্র করিতেছে পায়চারী। 
সেহেলীরা রাতে পালায়ে এসেছে উপবনে কোন আশে, 
হেথা হোথা ছোটে- পিকের কন্ঠে ফিক ফিক ক'রে হাসে! 
আবেগে সোহাগে আকাশ প্রিয়ার চিবুক বাহিয়া ও কি 
শিশিরের রূপে ঘর্মবিন্দু ঝ'রে ঝ'রে পড়ে সখি, 
নবমী চাঁদের 'সসারে' কলঙ্ক- ফুল আনমনে যায় আঁকি!... 
ফরহাদ-শিরী, লাইলি-মজনু মগজে ক'রেছে চিড়, 
মস্তানা শ্যামা দধিয়াল টানে বায়ু- বেয়ালার মীড়! 

আনমনা সাকী! অমনি আমারো হৃদয়- পেয়ালা- কোণে 
কলঙ্ক- ফুল আনমনে সখি লিখো মুছো খনে খনে!

Chadniratey

kodaley megher mouj uthesey gogoner nil gangey,
habudubu khay tara-budbud, josna sonay rangey.
tritiya chader 'shampaney' chori, cholisey akash-priya:
akash-doriya utola holo go putlay bukey niya.
tritiya chader baki 'tero kola'abcha kalotey aka,
nilim priyar nila 'gul rukh' obo-gunthoney dhaka.
soptorsir tara-palonkey ghumay akash-rani,
seheli 'layli' diye gechey chupe kuheli-moshari tani.
dik-chokrer chaya-ghono oi sobuj torur sari,
nihar-neter kuyasha-moshari-o ki border tari?
satash tarar fol-tora hatey akash nishuti ratey
goponey asiya tara palokey shuilo priyar sathey.
uhoo uhoo kori kach ghum vengey jege othey nila huri,
lukiye dekhey ta 'chok gelo' boley chechay papiya churi.
'mongol' tara mongol-dip joliya prohor jagey,
jhikimiki kore majhey majhey-bujhi bodhur nishas lagey.
ulka-jalar sondhani-alo loiya akash-bari
'kal-purus' se jagi' binidro koritesey paychari.
sehelira ratey palaye esechey upoboney kon ashey,
hetha hotha chotey-piker konthey fik fik korey hasey.
abege sohagey akash-priyar chibuk bahiya o ki
shishirer rupey ghormobindu jhorey jhorey pore sokhi,
nobomi chader 'sosare' o ke go chadni-shiraji dhali'
bodhur odhore dhoriya kohichey-tohura pio lo ali!
kar kotha vebe tara-mojlishey durey ekakini saki
chader 'sosare' kolonko-ful anmoney jay aki!
forhad-shiri-laily-mojnu mogojey korechey vir,
mostana shyama dodhiyal taney bayu beyalar meer!
anmona saki! omni amaro hrido-peyala-koney
kolonko-ful anmoney sokhi likho mucho khoney khoney!
[shindhu hillol]