Here you will find the Poem ghora \ ঘোড়া of poet Jibanananda Das
আমরা যাই নি মরে আজও--তবু কেবলই দৃশ্যের জন্ম হয়: মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে, প্রস্তরযুগের সব ঘোড়া যেন--এখনও ঘাসের লোভে চরে পৃথিবীর কিমাবার ডাইনামোর 'পরে। আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়; বিষন্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে; চায়ের পেয়ালা কটা বেড়ালছানায়র মতো--ঘুমো--ঘেয়ো কুকুরের অস্পষ্ট কবলে হিম হয়ে নড়ে গেল ওপাশের পাইস্ রেস্তরাঁতে; প্যারাফিন-লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে। সময়ের প্রশান্তির ফুঁয়ে; এই সব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জোছনাকে ছুঁয়ে।
amra jai ni more ajo--tobu keboli drissher jonmo hoy; mohiner ghoragulo ghash khaykartiker jochonar prantore, prostorjuger shob ghora jeno--ekhono ghasher love chore prithibir kimabar dainomor pore. astaboler ghran veshe ashe ekvir ratrir hawyay; bishonno thorer shobdo jhore pore ispater kole; chayer peyala kota beralchanar moto--ghumo--gheyo kukurer osposhto kobole him hoye nore gelo opasher pais restorate; perafin-lonthon nive gelo gol astabole. shomoyer proshantir fuye; ei shob ghorader niolith-stobdhotar jochonake chuye.